ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বিশ্বকাপে ব্যর্থ হওয়া দলগুলোতে কোচিং স্টাফ পরিবর্তনের হিড়িক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১৪ নভেম্বর ২০২৩

কোচিং স্টাফে পরিবর্তনের হিড়িক পড়েছে বিশ্বকাপে ব্যর্থ হওয়া দলগুলোর। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার পর ইংল্যান্ডও আনছে একাধিক পরিবর্তন।

পয়েন্ট টেবিলে ৯ নম্বর স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে ৯৬ এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি।

এতে কোচিং স্টাফ ছাড়াও পুরো ক্রিকেট বোর্ডকেই ঢেলে সাজাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পরিবর্তন আছে বাংলাদেশ দলও।

পেইস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সেচ্ছায় সরে যাওয়ার পর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকেও ছেটে ফেলার পরিকল্পনা করছে বিসিবি।

দায়িত্ব ছেড়েছে পাকিস্তান পেইস বোলিং কোচ মনি মরকেল। শিরোপা ধরে রাখর মিশনে পুরোপুরি ব্যর্থ হওয়ায় কোচিং স্টাফে পরিবর্তন আনছে ইংল্যান্ড বোর্ড। চাকরি হারানোর শঙ্কায় ম্যাথু মট।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি